নিজস্ব প্রতিবেদক :: সিলেটে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ পাঁচ নারীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২ টায় নগরের লালবাজারে আজাদ বোর্ডিং আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক ভাবে আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী দুপুর ১২ টায় লালবাজার পরিদর্শনে যান।
এসময় এলাকাবাসীরা হোটেল আজাদের বিষয়ে মেয়রকে অভিহিত করেন। পরে পুলিশ নিয়ে হোটেল আজাদে অভিযান পরিচালনা করেন আরিফুল হক। এসময় হোটেল আজাদ থেকে ৫ নারী ও ৭ জন পুরুষকে আটক করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান, আজাদ বোর্ডিং আবাসিককে সিলগালা করে দেয়া হয়েছে। আটককৃতদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।